পটুয়াখালীর কলাপাড়ায় ১১ টি অবৈধ বাঁধ কেটে খাল উন্মুক্ত করলো উপজেলা প্রশাসন
১ কিলোমিটার খালের উপর অবৈধ ভাবে নির্মিত ১১ টি বাঁধ কেটে দিয়েছে উপজেলা প্রশাসন। কৃষকদের অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউপির ফরিদগঞ্জ সরকারী খালের এসব বাঁধ অপসারণ করে খালটি উন্মুক্ত করে দেয়া হয়। বাঁধ অপসারনকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা,পুলিশ প্রশাসন ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় দশ বছর যাবৎ একটি প্রভাবশালী মহল সরকারী এই খালটি দখল করে অবৈধ ভাবে মাছ চাষ করে আসছিলো। আজ খালটির সবগুলো বাঁধ অপসারণ করে কৃষকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। দীর্ঘ ১০ বছর পর খালটির বাঁধ অপসারন করে দেয়ার ফলে ওই এলাকায় কৃষকের মাঝে এখন স্বস্তি ফিরে এসেছে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবুহাসনাত মো. শহীদুল হক জানান, অভিযোগের ভিত্তিতে পানি নিষ্কাশনের জন্য অভিযানের মাধ্যমে খালটির উপর নির্মিত অবৈধ বঁাধগুলো অপসারণ করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন