‘পরাজয় জেনে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হামলা করছে’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/12/nanok-20181230115937.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক দাবি করেছেন, ‘সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদেরও সরব উপস্থিতি রয়েছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারছেন।’
রোববার বেলা ১১টার পর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর কবির নানক এমন মন্তব্য করেন।
‘নৌকার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে’ দাবি করে তিনি আরও বলেন, ‘নির্বাচনে নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছে।’
‘গত রাতেই (শনিবার) বিভিন্ন স্থানে হামলায় পাঁচজন নিহত হয়েছে। চট্টগ্রামের বাঁশখালীতের পুলিশের রাইফেল ছিনতাই হয়েছে। এছাড়া চট্টগ্রাম, নোয়াখালী, নাটোর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। ঢাকা-১ আসনে সালমা ইসলামের পক্ষে ভোট কেনার সময় হাতেনাতে চারজনকে ধরেছে পুলিশ।’
‘এভাবে বিএনপি-জামায়াত সারাদেশে সন্ত্রাস করছে। আর এদিকে রিজভী সাহেবরা হাস্যকরভাবে অভিযোগ করছে। ড. কামাল হোসেনের মতো লোকেরাও জামায়াত-শিবিরের ভাষায় কথা বলছে।’
সারাদেশের নেতাকর্মীদের ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবেলার জন্য আহ্বান জানান নানক।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠ স আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন