পরিচয় মিলেছে ভূমধ্যসাগরে মারা যাওয়া বাংলাদেশিদের
ভূমধ্যসাগরে মারা যাওয়া সাত বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে পাঁচ জনের বাড়ি মাদারীপুরে। বাকি দুজনের বাড়ি কিশোরগঞ্জ ও সুনামগঞ্জে। মৃত্যু বাংলাদেশিরা লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে মারা যান।
রোববার (৩০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালির বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে মৃতদের পরিচয় প্রকাশ করে।
সাত বাংলাদেশি হলেন- মাদারীপুর সদর উপজেলার পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল এবং মাদারীপুর সদর উপজেলার বাপ্পী। বাকি দুজনের মধ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ এবং কিশোরগঞ্জে ভৈরব উপজেলার সাইফুল।
এর আগে শুক্রবার রাতে দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাত বাংলাদেশির মরদেহ সিসিলি প্রদেশের এগ্রিজেন্তো এলাকার একটি মর্গে রাখা আছে। মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন