পরের জন্মে আমি বাংলা মায়ের কোলে জন্ম নেব : মোদি

ভারতের পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসায় আপ্লুত হয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‌‘আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যে মনে হয় আগের জন্মে আমি বাংলায় জন্মেছিলাম। বা পরের জন্মে আমি বাংলার কোনো মায়ের কোলে জন্মগ্রহণ করব। নয়ত এত ভালোবাসা কখনও পেতাম না। এত লোক আজ আমার এই জনসভায় এসেছেন।’

তীব্র গরমে ভোট প্রচারণায় পশ্চিমবঙ্গের  মালদায় এক জনসভায় তিনি এসব কথা বলেন। অপরদিকে মেদিনীপুর পূর্বে জোড়া জনসভা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এ দুই জেলায় ভোট রয়েছে তৃতীয় ও ষষ্ঠ ধাপে। গরমের তেজে কার্যত মালদহে জারি হয়েছে তাপপ্রবাহ। চল্লিশের উপর তাপমাত্রা।

 

কিন্তু, নরেন্দ্র মোদি আসছেন শুনে বিজেপি কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপচে পড়ছিল মাঠ। রোদের তেজের মধ্যেই দাঁড়িয়ে ছিলেন কয়েক শতাধিক মানুষ।

ভিড় দেখে আবেগপ্রবণ হয়ে মোদি বলেন, ‘আমার প্রতি আপনাদের উৎসাহ ও প্রেম দেখে আমি আপ্লুত। মাঠে জায়গা কুলোচ্ছে না। লোকজন রোদের মধ্যেই দাঁড়িয়ে আছেন। এর জন্য তাদের উদ্দেশ্যে আমি ক্ষমাপ্রার্থী। কিন্তু আপনাদের কথা দিচ্ছি, আপনাদের এই তপস্যা আমি বেকার যেতে দেব না। আমি বাংলায় উন্নতি করে আপনাদের এই ভালোবাসা ফিরিয়ে দেব।’

ভারতের প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বাংলা রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা। আমি বাংলাকে এই ভাবে পিছিয়ে যেতে দেখতে পারব না। তৃণমূলের মতো দুষ্টু দল থাকার পরও কেন্দ্রের সরকার বাংলার বিকাশের কাজ করে চলেছে। বিজেপি সরকারের প্রকল্পের জন্যই আপনারা ফ্রি রেশন পাচ্ছেন।’