পলাশবাড়ীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকার দাবীতে মানববন্ধন
গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কের ৪ লেন সড়কে উন্নয়ন কল্পে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পাওয়ার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মার্চ) দুপুরে পৌর শহরের স্থানীয় চৌমাথামোড়ে ভুক্তভোগী ভূমি মালিক ও ব্যবসায়ীগণ এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী ব্যবসায়ী জামাল উদ্দিন বাচ্চু, মোস্তাফিজুর রহমান, খলিল সর্দার, আবু ফরহাদ মন্ডল, সুরুজ হক লিটন ও মশিউর রহমান প্রমুখ।
বক্তারা; ঢাকা-রংপুর মহাসড়কে ৪ লেন রাস্তার উন্নয়ন কল্পে পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ী মৌজায় ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রহণের টাকা পেতে ঘুষ-দূর্ণীতি বন্ধসহ দ্রুত ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জোর দাবী জানান।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন