পশ্চিমবঙ্গে পঞ্চম দফায় ভোটগ্রহণ
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা পর্যন্ত।
এ দফায় ৬ জেলার মোট ৪৫টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। চতুর্থ ধাপে ব্যাপক সহিংসতার কথা মাথায় রেখে এবার কেন্দ্রগুলোতে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা।
আজকের ভোটে জনপ্রিয় মুখ তৃণমূলের চিরঞ্জিত চক্রবর্তী, বিজেপির পার্নো মিত্রের মতো প্রার্থীরা অংশ নিচ্ছেন।
এদিন রাজ্যের ছয় জেলায় ৪৫ আসনের ভোটে নির্বাচন কমিশনকে একদিকে সহিংসতা অন্যদিকে কোভিড পরিস্থিতির মোকাবিলা করতে হবে।
৮ দফায় ভোটগ্রহণ শেষে আগামী ২ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
করোনা বাস্তবতায় নির্বাচনী প্রচারে রাশ টানতে পশ্চিমবঙ্গে পরের তিন দফা ভোটের প্রচার ৪৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ৭২ ঘণ্টা আগে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। প্রয়োজনে প্রচারণায় আরও নিয়ন্ত্রণ আরোপের কথাও ভাবছে কমিশন।
করোনার কারণে ভারতজুড়ে নতুন করে লকডাউন হতে পারে এমনও আভাস পাওয়া যাচ্ছে। তবে সরকারিভাবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন