পাঁচ বছর জন্য নিষিদ্ধ হলেন আরেক পাক ক্রিকেটার
শেরজিল খানের পর এবার পাক ক্রিকেটার খালিদ লতিফকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। খবর এনডিটিভির।
বুধবার পাকিস্তান ক্রিকেটের দুর্নীতি দমন ট্রাইব্যুনালের এক সিদ্ধান্তে খালিদ লতিফকে নিষিদ্ধ করার পাশাপাশি তাকে দশ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়।
তিন সদস্য বিশিষ্ট দুর্নীতি দমন ট্রাইব্যুনাল বলে, ম্যাচ গড়াপেটায় অংশ নেয়ায় লতিফকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি দশ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
খালিদ লতিফ পাঁচ ওয়ান ডে’র পাশাপাশি ১৩টি টি২০ ম্যাচ খেলেছেন। এর মধ্যে আবু ধাবিতে গত বছরের সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ ম্যাচে তিনি গড়াপেটা করেন বলে অভিযোগ উঠে।
এর আগে গত আগস্টে শেরজিলকে ম্যাচ গড়াপেটার দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। এছাড়া আড়াই বছরের জন্য সাময়িক বরখাস্ত হন।
লতিফের বিরুদ্ধে নিজে ম্যাচ গড়াপেটায় অংশ নেয়ার পাশাপাশি অন্য খেলোয়াড়দের গড়াপেটায় অংশ নিতে প্রলুব্ধ করার অভিযোগ রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন