পাঁচ মিনিটে চুরি ইজিবাইক, কাঁদছেন চালক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/10/IMG-20231010-WA0017-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যাত্রী নামিয়ে সড়কের পাশে ইজিবাইক রেখে পাশেই এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন চালক জয়নাল আবেদীন ।
চা খেয়ে ফিরে আসতে সময় পাঁচ মিনিট ব্যয় হয় তাঁর। আর এই সময়টুকুর মধ্যেই ইজিবাইক চুরি করে পালিয়ে যায় চোরচক্রের সদস্যরা।
১০ অক্টোবর মঙ্গলাবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের ধানমহাল এলাকায়। এদিকে আয়ের একমাত্র অবলম্বন ইজিবাইকটি হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন চালক জয়নাল আবেদীন।
জানা গেছে, জয়নাল আবেদীনের বাড়ি পৌর শহরের সরকারপাড়া মহল্লায়। তিনি গৌরীপুর-শাহগঞ্জ আঞ্চলিক সড়কে ভাড়ায় ইজিবাইকে যাত্রী আনা-নেয়া করতেন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ বাজার থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে গৌরীপুর পৌর শহরে ধানমহাল অটোরিকশা স্ট্যান্ডে আসেন চালক জয়নাল।
যাত্রীদের নামিয়ে স্ট্যান্ডের পাশে বটগাছতলায় ইজিবাইক রেখে পাশেই একটি চায়ের দোকানে চা খেতে যান তিনি। চা খেয়ে এসে দেখেন ইজিবাইকটি নেই।
চালক জয়নাল আবেদীন বলেন, ১ লাখ ৬০ হাজার টাকা দিয়ে ইজিবাইকটিই ছিল আমার আয়ের একমাত্র অবলম্বন। আজ ভাড়া মারার পর স্ট্যান্ডের পাশে বটগাছতলায় ইজিবাইক রেখে চা খেতে যাই পাশের একটি দোকানে। চা খেতে পাঁচ মিনিট সময় লেগেছে। এরমধ্যেই ইজিবাইকটি চুরি করে নিয়ে গেছে চোর।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান বলেন, ইজিবাইক চুরির অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনার তদন্ত করার পাশাপাশি ও ইজিবাইক উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন