পাকিস্তানের বিজ্ঞাপনে ভারতীয় পাইলট অভিনন্দন (ভিডিও)
আগামী রোববার বিশ্বকাপের ২২তম ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তান ও ভারত। এশিয়ার এ দু’দলের ম্যাচ মানেই গ্যালারি কানায় কানায় পূর্ণ। শুধু খেলা নয়, রাজনৈতিক ময়দানেও দেশ দুটির মধ্যে উত্তাপ থাকে সবসময়।
এবার ম্যাচের সেই উত্তাপে আরেকটু ঘি ঢেলে দিয়েছে পাকিস্তান। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে করা একটি বিজ্ঞাপনে সাম্প্রতিক সময়ে পাকিস্তানে আটক ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে দেখানো হয়েছে। পাকিস্তানের হাতে বন্দি থাকাকালীন তার যে ভিডিওটি প্রকাশিত হয়েছিল, সেটাকে অনুকরণ করেই এই বিজ্ঞাপনটি তৈরি হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত চলছে আলোচনা-সমালোচনা।
পাকিস্তানে ক্রিকেট বিশ্বকাপ সম্প্রচার করছে জ্যাজ টিভি। তারাই বিজ্ঞাপনটি তৈরি করেছে। ভিডিওটিতে দেখা গেছে, ভারতীয় ক্রিকেট দলের মতো নীল জার্সি পরা এক ব্যক্তি চায়ের কাপ হাতে বসে আছেন।
তার গোঁফ দেখে প্রথমেই মনে পড়ে যাবে অভিনন্দন বর্তমানের কথাই মনে পড়বে। আসলে তিনি অভিনন্দন নন, ওই ব্যক্তিকে অভিনন্দন হিসেবে দেখানো হয়েছে।
ওই নীল জার্সিধারীকে প্রশ্ন করা হচ্ছে, টসে জিতলে কী করবে? তার উত্তর, সরি স্যার, এটা আমার বলা উচিত হবে না। পরের প্রশ্ন, ভারতের প্রথম একাদশে কারা থাকবেন? একই উত্তর দিচ্ছেন তিনি। চা কেমন তা জানতে চাওয়া হচ্ছে ওই ব্যক্তির কাছে। তিনি উত্তর দিলেন, ‘দারুণ।’ এরপর তাকে চলে যেতে বলা হয়। কিন্তু যাওয়ার সময় পেছন থেকে কেউ একজন তার দু’কাঁধ চেপে ধরে বলছে, ‘কাপটা (চায়ের কাপ) কোথায় নিয়ে যাচ্ছ? এটা তো দিয়ে যাও।’
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি ভারতের আকাশ সীমায় পাকিস্তানের দুটি যুদ্ধবিমান প্রবেশের চেষ্টা করে। সে বিমানকে তাড়া করতে যেয়ে বিমান ভেঙে পাকিস্তানের ভূখন্ডে গিয়ে পড়েন অভিনন্দন। এরপরই তিনি আটক হন পাকিস্তানি সেনাদের হাতে।
পরে পাকিস্তানি সেনারা তাকে হেফাজতে নিয়ে কিছু প্রশ্ন করতে থাকেন। এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
ভিডিওতে অভিনন্দনকে দেখে মনে হয়েছিল তিনি শান্ত, ঠান্ডা মাথায় উত্তর দিচ্ছেন। কিন্তু বিজ্ঞাপনে নীল জার্সি পরিহিত ব্যক্তিকে দেখে ভয়ার্ত মনে হয়েছে। ওই ব্যক্তির গায়ের রং অনেকটা কালো দেখানো হয়েছে।
বিজ্ঞাপনটি সম্প্রচারিত হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের একাংশের মতে, খেলা নিয়ে এ ধরনের বিজ্ঞাপন মোটেই শোভনীয় নয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন