পাকিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১৫, দেশজুড়ে সতর্কতা জারি
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী বিস্ফোরণে পুলিশ কনস্টেবলসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলে ঝাল মগি জেলার দরগাহ ফতেহপুর এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নাশকতার খবর ছড়িয়ে পড়তেই পাকিস্তান জুড়ে জারি সতর্কতা জারি করা হয়েছে।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সার্ফারাজ বাগতির বরাত দিয়ে ডন জানিয়েছে, কোয়েটার বিখ্যাত ফতেপুর দরগায় প্রতিদিনের ন্যায় চলছিল প্রার্থনা। এসময় এক ব্যক্তির চলাফেরায় সন্দেহ হয়। পরে ওই ব্যক্তিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রাখে। এক পর্যায়ে ওই ব্যক্তি জোর করে ভেতরে ঢুকার চেষ্টা করে। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দিতেই তিনি আত্মঘাতী বিস্ফোরণ ঘটান।
মুহূর্তেই প্রবল বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায় বেশ কয়েকজন। বিস্ফোরণে ঘটনাস্থনেই অন্তত ১৫ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় এখন কেউ দায় স্বীকার করেনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন