পাকিস্তানে তীব্র দাবদাহে ৬৫ জনের মৃত্যু
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী করাচির বিভিন্ন স্থানে গত তিনদিনে তীব্র দাবদাহে ৬৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে সেখানে তাপমাত্রা বেড়ে ৪৪ ডিগ্রী সেলসিয়াসে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্স।
মঙ্গলবার (২২ মে) সমাজ কল্যাণ সংস্থা ঈদি’র বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম একথা জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছেন, করাচির ১১৪টি লাশ নগরীর কোরাঙ্গী ও সোহরাব গোত এলাকায় অবস্থিত তাদের ফাউন্ডেশনের মর্গে আনা হয়েছে। এদের মধ্যে অন্তত ৬৫ জন হিটস্ট্রোকে মারা গেছে। সংস্থাটি দেশব্যাপী মর্গ ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্স পরিচালনা করে।
ইধি ফাউন্ডেশনের পরিচালক ফয়সাল ইধি বলেন, তীব্র গরমে মারা যাওয়াদের মধ্যে অধিকাংশই করাচির দরিদ্র অঞ্চলের।
তিনি রয়টার্সকে বলেন, গত তিনদিনে ৬৫ জনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো আমরা আমাদের শীতাতপ নিয়ন্ত্রিত মর্গে সংরক্ষণ করে রেখেছি। তারা সবাই হিট-স্ট্রোকে মারা গেছেন বলে আশেপাশের চিকিৎসকরা জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
তবে এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সিন্ধু প্রদেশে স্বাস্থ্য সচিব ফজলুল্লাহ পিচুহো পাকিস্তানি সংবাদমাধ্যম ডন পত্রিকাকে বলেন, হিট-স্ট্রোকে কারো মৃত্যু হয়নি। হিট-স্ট্রোকে বা অন্য কোনো কারণে কারো মৃত্যু হয়েছে কিনা সেটা শুধু চিকিৎসকরা এবং হাসপাতালগুলোই বলতে পারবে। করাচিতে হিট-স্ট্রোকে লোকজন মারা যাচ্ছেন এমন খবর আমি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন