পাবনায় দুটি হত্যা মামলার রহস্য উদঘাটন ও দুই অভিযুক্ত গ্রেফতার
পাবনায় দুটি হত্যা মামলার রহস্য উদঘাটন এবং দুই মুল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান,আতাইকুলা থানার দড়িশ্রীকোল গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস হত্যা মামলার মুল আসামী আকমল হোসেনকে গত সোমবার পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঝিনাইদহ থেকে আটক করে।
জিজ্ঞাসাবাদে আসামী জানান, স্ত্রীর সাথে পরকিয়া সম্পর্কের কারণেই গত ৮ আগষ্ট তাকে হত্যাকরা হয়।
অপর মামলায় গত ১৫ আগষ্ট রাতে জেলার ভাঙ্গুড়ার চৌবাড়িয়া গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে নিজ ভায়রা রিমনের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন দর্জি হাসিনুর রহমান হাসু। পুলিশ রোববার সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মুল আসামীকে গ্রেফতার করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. মাসুদ আলম, সদর সার্কেল ডিএম হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আরজুমা আকতার ও আতাইকুলা থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলামসহ জেলা পুলিশের কর্মকর্তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন