পাবনার আটঘরিয়ায় দুইদিন ব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত
পাবনার আটঘরিয়ায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষক-কৃষাণী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বুধ ও বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিস মিলনায়াতনে চলতি রবি মৌসুমের বিভিন্ন ফসলের ( সরিষা, গম, ভুট্টা, বোরো ধান, সবজি) আধুনিক প্রযুক্তি, রোগ-বালাই ব্যাবস্থাপনা, মাটির স্বাস্থ্য সুরক্ষায় করণীয় ইত্যাদি বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করায় হয়।
দুই দিন ব্যাপি এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মো: জামাল উদ্দীন, উপ পরিচালক, খামারবাড়ি, পাবনা, কৃষিবিদ মো: সজীব আল মারুফ, উপজেলা কৃষি অফিসার, আটঘরিয়া, পাবনাসহ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন