পাবনার আটঘরিয়ায় যুবতী নারীর মৃতদেহ উদ্ধার
পাবনার আটঘরিয়ায় বাঁশঝোড় থেকে তমা খাতুন (১৬) নামক এক যুবতী নারীর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার ষাটগাছা গ্রামের হাচেন আলীর বাঁশ ঝোড় থেকে তার মৃত দেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল মমিন।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার একদন্ত ইউনিয়ন ষাটগাছা গ্রামের নায়েব আলীর মেয়ে তমা খাতুনকে বাড়িতে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি করতে থাকে।
এসময় দুপুরে প্রতিবেশী হাচেন আলীর বাঁশ ঝাড়ে গলায় গামছা মুড়ানো তমা খাতুনের মৃতদেহ পরে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে।
পরে আটঘরিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময়ে তাকে হত্যা করে ফেলে রেখেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন