পাবনার আমিনপুরে মোবাইল ফোনের জন্য ১০ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

পাবনা জেলার আমিনপুর থানার অন্তর্গত শিবপুরের ১০ম শ্রেণির এক স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সে কাশিনাথপুরের কামরুজ্জামান ল্যাবরেটরী স্কুল এ্যান্ড কলেজের ছাত্র ছিল।

বুধবার (২৪ নভেম্বর) পাবনার আমিনপুর থানার শিবপুরের ১০ম শ্রেণির স্কুল ছাত্র মোঃ শিহাব হোসেন আজ বেলা ১১ টা ৩০ মিনিটে মায়ের শাড়ি গলায় বেঁধে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, পারা যায় গত কয়েকদিন আগে থেকে বাড়িতে মোবাইল ফোন কেনার কথা বলে কিন্তু তার বাবা মোঃ উজ্জ্বল শেখ একজন গরীব ব্যবসায়ী।

ছেলের এমন আবদার তিনি রাখতে পারেনি বলে অভিমানে ছেলে শিহাব আজ সকাল ১১ টা ৩০ মিনিটে নিজের শয়ন ঘরে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে শোবার ঘরের বাঁশের আড়ার সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

শিহাবের মা বা বাবা কেউ বুঝতে পারেনি তাদের ছেলের এমন করবে অপমৃত্যু হবে। শিহাবের মায়ের আকুতি বার বার বলছিলেন আমি পিঠা বানালাম বেটা আর খেলো না।

ঘটনাস্থলে আরও জানা গেল, শিহাব মোঃ উজ্জল শেখের একমাত্র ছেলে এবং ৭ম শ্রেণিতে পড়ে তার এক  মেয়ে। বাবা মা স্বপ্ন দেখতেন তাদের ছেলে অনেক বড় হবে তার দুঃখ লাঘব হবে কিন্তু না আজ কেবল স্বপ্ন স্বপ্নই থেকে গেল। ছেলে চলে গেল না ফেরার দেশে এক বুক অভিমান নিয়ে।

ঘটনাস্থলে আরও জানা গেল শিহাবের বন্ধু অন্তর জানালো শিহাব খুব ভালো ছেলে ছিল। সে কারো সাথে ঝামেলা ঝগড়া করতো না বরং এগুলো থেকে দূরে থাকতো।

শিহাবের বাড়ির পাশের প্রতিবেশী জানালেন শিহাব দুঃসম্পর্কের কোন এক মামাতো বোনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন। কেউ কেউ বলছে প্রেমের প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে জানতে চাইলে আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব রওশন আলী বলেন, আমরা লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।