পাবনার ফরিদপুরে আগুনে পুড়ল বেকারী
পাবনার ফরিদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নাইম ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী নামের এক বেকারী কারখানা পুড়ে ছাই হয়ে গেছ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার বেড়হাউলিয়া বাজারে নাইম ব্রেড এন্ড বিস্কুট কারখানায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মালিক আফজাল হোসেনের দাবী এ অগ্নিকাণ্ডে তার প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বেকারির মালিক আফজাল হোসেন জানান, তার বেকারিতে ২২ জন কর্মচারী কাজ করতেন। কাজ শেষ করে রাতে তারা বাসায় চলে যায়। রাত ৪টার দিকে প্রতিবেশী আফাজ উদ্দিন নামাজের উদ্দেশ্যে বের হয়ে বেকারীতে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। এরপর এলাকাবাসী ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা চাইলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।
ততক্ষণে বেকারীতে থাকা ময়দা, চিনি, ডালডা, সয়াবিন তেল, ১৩টি বৈদ্যুতিক ফ্যান, নগদ টাকা সহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তার ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে ফরিদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাব হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। কর্মীরা গিয়ে এলাকাবাসীর সহোযোগিতায় প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন