পাবনার বেড়ায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৪০ জন আহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/News-Photo-Pabna-5-1.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পাবনার বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নে একদল শিয়ালের কামড়ে শিশু, বৃদ্ধ, মহিলাসহ ৩ গ্রামের অন্তত ৩০ থেকে ৪০ জন আহত হয়েছে। এর মধ্যে ১৫জনের অবস্থা গুরুতর।
বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত শিয়ালের দল তাণ্ডব চালিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে বলে আক্রান্তরা জানিয়েছেন। পরে গ্রামবাসীদের প্রতিরোধোর মুখে শিয়ালের দল পালিয়ে গেলেও একটি শিয়াল আটক করে পিটিয়ে মেরে ফেলেছে গ্রামবাসী।
এলাকাবাসী ও আক্রান্তদের পরিবার ও স্থানীয় পশু চিকিৎসক খায়রুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাটিয়াখড়া কবরস্থান থেকে একদল শিয়াল লোকালয়ে এসে প্রথমে বাটিয়াখড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান করা বৃদ্ধ আব্দুল কাদের (৬০) লাল্টু (৫৫), ওয়াজেদ (৩০) দের কামড়ে আহত করে। পরে শিয়ালের দল বাড়িতে বাড়িতে গিয়ে আক্রমণ করেন।
এ সময় তাদের আক্রমণের শিকার হয়ে আজুয়ারা খাতুন (৪২), জেসমিন (১৪), রঞ্জনা (২৫), নিলয় (৭), রাবেয়া (৯), রেহেনা (৪৫) রাজিয়াসহ ওই গ্রামের অন্তত ২০ জন আহত হন।
পরে শিয়ালের দল পার্শ্ববর্তী রাকসা, ও সোনা পদ্মা, চকপাড়া গ্রামে হানা দিয়ে ওই দুই গ্রামে অন্তত ২০জনকে আহত করে। এসময় চকপাড়া গ্রামের কালু মিয়া (৬০), সামছুল ইসলাম (৪০) আবু মুসাসহ (২৬) ২০ থেকে ২৫ জন আহত হন।
আহতদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য উপজেলা সদরে প্রেরণ করা হয়। বাটিয়াখড়া গ্রামের বাচ্চু মিয়ার স্ত্রী আক্রান্ত রেহেনা খাতুন (৪৫) জানান, তিনি রাত বাড়ীর আঙ্গিনায় অবস্থান করছিলেন। এসময় বিদ্যুৎ লোডশেডিং চলছিলো। অন্ধকারে শিয়ালের দল এসে তার ওপর ঝাপিয়ে পড়ে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে ক্ষতস্থানে ৯টি সেলাই দিতে হয়েছে।
বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমাতুজ জান্নাত বলেন, রাতের ঘটনায় এ পর্যন্ত দুই তিনজন এসে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন গ্রহন করেছেন। আক্রান্ত ব্যক্তিরা স্বাস্থ্য কেন্দ্রে এলে তাদেরকেও ভ্যাকসিন দেয়া হবে বলে তিনি জানান।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন