পাবনার সুজানগরে গাঁজা ও ইয়াবাসহ ৮ জন গ্রেফতার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/News-Photo-Pabna-3-2.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পাবনার সুজানগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবাসহ ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সুজানগর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান জানান, পাবনা পুলিশ সুপার মো.আকবর আলী মুন্সী স্যারের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়।
এ সময় পৃথক পৃথক অভিযানে ওই ৮জনকে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার করা হয় এবং মামলার ভিত্তিতে পরবর্তীতে গ্রেফতারকৃতদের পাবনা কোর্টে প্রেরণ করা হয়।
ওসি আরো বলেন, নারী-পুরুষ যেই হোকনা কেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাবে সুজানগর থানা পুলিশ। মাদকের সঙ্গে জড়িত যত বড় প্রভাবশালী ও শক্তিশালী ব্যক্তিই হোক না কেন, তারা কোন ছাড় পাবেনা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন