পাবনায় আবাসিক হোটেল থেকে ৪ তরুণ-তরুণী আটক
পাবনা শহরের মুনসুরাবাদ আবাসিক এলাকা থেকে অসামাজিক কার্যকলাপ চালানোর সময় ৪ তরুণ ও তরুণীকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মুনসুরাবাদের আবাসিক হোটেল ইভিনিং টাচ থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে পাবনা ডিবির পরিদর্শক জিন্নাত সরকার জানান, সেখানকার ‘ইভিনিং টাচ’ নামের আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে- এমন গোপণ সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দু’জন নারী ও দু’জন পুরুষকে আটক করা হয়। তবে হোটেল কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি। পরে সন্ধ্যার দিকে তাঁদেরকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রওশন ইয়াজদানী জানান, অসামাজিক কার্যকলাপ চালানোর সময় তাদের আটক করে ডিবি। পরে থানায় হস্তান্তর করলে গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ইভিনিং টার্চ নামের এই হোটেল থেকে এর আগে একাধিকবার অসামাজিক কার্যকলাপের দায়ে অনেককে আটক করা হয়। হোটেলটির মালিকানায় রয়েছে রানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শহরের প্রেসক্লাব গলিতেও একটি শাখা রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন