পাবনায় ‘নদী ও পরিবেশ রক্ষায় নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক সভা
পাবনার চাটমোহরে রোববার (২১ নভেম্বর) সকালে ‘নদী ও পরিবেশ রক্ষায় নাগরিক সমাজের করনীয়” শীর্ষক এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি বিভাগের হলরুমে এএলআরডি’র সহায়তায় ভূমিহীন উন্নয়ন সংস্থা ও বড়াল রক্ষা আন্দোলন এই সভার আয়োজন করে।
বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুমবিল্লাহ।
স্বাগত বক্তব্য দেন, ভূমিহীন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ ও ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন।
মুক্ত আলোচনায় অংশ নেন, শিক্ষক অলোক মজুমদার, প্রভাষিকা আগমণী চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, সুজা উদ্দিন বিশ্বাস প্রমূখ। সভায় বড়াল নদী পুনরুদ্ধারে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন