পাবনা ক্যাডেট কলেজে এইচএসসিতে সবাই গোল্ডেন জিপিও-৫
পাবনা ক্যাডেট কলেজ এইচএসসি পরীক্ষায় ফলাফলে বরাবরের মতো ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এ বছর এইচএসসি পরীক্ষায় এ ক্যাডেট কলেজ থেকে ৫৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই গোল্ডেন এ প্লাস পেয়েছে।
এ সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্যাডেট ফাহিমুল ইসলাম সাদ, রাকিবুল হাসান, আনামূল, আরাফ ও আফিফসহ বেশ কয়েকজন উত্তীর্ণ শিক্ষার্থী বলেন, আমাদের ঈর্ষণীয় সাফল্য অর্জনের পেছনে আমাদের বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। আর শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষের অবদান প্রশংসা করার মত। তারা সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত পাঠদান দিয়েছেন। মহামারী করোনার মধ্যেও অনলাইনে প্রচুর সময় দিয়েছেন আমাদের শিক্ষকরা।
পাবনা ক্যাডেট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল কবির বলেন, প্রতি বছরের মতো এবারও আমাদের কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৫৩ জন শিক্ষার্থীর সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। এটা খুবই আনন্দের একটি খবর। আমরা সবাই খুবই উৎফুল্ল আমাদের ছেলেরা অভাবনীয় সাফল্য পাওয়ায়।
মুহাম্মদ আব্দুল কবীর বলেন, ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫২ জন বিজ্ঞান বিভাগ ও একজন মানবিক বিভাগ থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এটা শুধু শিক্ষা প্রতিষ্ঠানের অর্জন বা সাফল্য নয়। এই কৃতিত্বের দাবীদার প্রতিটি শিক্ষক, ক্যাডেট শিক্ষার্থী ও অভিভাবক। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের একাগ্রতা, পরিশ্রম আর অভিভাবকদের সহযোগিতায় পাবনা ক্যাডেট কলেজ সুনামের সঙ্গে এগিয়ে চলেছে। ক্যাডেট কলেজের এ সাফল্যের ধারা ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন