পাবনা-চাটমোহর সড়কে পাটের হাট! জনদুর্ভোগ চরমে
পাবনার চাটমোহর উপজেলার সর্ববৃহৎ হাট রেলবাজার (অমৃতকুন্ডা) হাটে সড়কের উপর পাটের হাট বসায় চরম জনদূর্ভোগ ও যানজটের সৃষ্টি হয়। চাটমোহর-পাবনা সড়কের উপর প্রতি হাটবার রবিবারে পাটের
বেচাকেনা হওয়ায় সকাল থেকেই যানজটের সৃষ্টি হয়। হাটের ইজারাদার ইচ্ছে মতো সড়কের উপর হাট বসিয়ে জনদূর্ভোগের সৃষ্টি করছে মর্মে এলাকাবাসী জানান।
সরেজমিন হাটে গিয়ে দেখা যায় চাটমোহর-পাবনা সড়কের উপর পাটের হাট বসেছে। পাট বেচাকেনা চলছে। এসময় নসিমন, করিমন, ভুটভুটি এলোমেলোভাবে রেখে দেওয়া হয়েছে। এই সড়কে চলাচলকারী বিভিন্ন ধরণের যানবাহন যানজটে আটকে গেছে।
এলাকাবাসী জানান, প্রতি রবিবার ভোর থেকেই পাটের হাট বসে। সকাল ৯টা পর্যন্ত চরম যানজটের সৃষ্টি হয়। কিন্তু এই সমস্যার সমাধানে কারো কোন মাথাব্যাথা নেই। প্রভাবশালী ইজারাদারের ইচ্ছেতেই সবকিছু হচ্ছে। স্থানীয় প্রশাসনও কোন পদক্ষেপ গ্রহণ করছে না বলে জানান হাটুরেরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, এ ব্যাপারে আমি পদক্ষেপ গ্রহণ করবো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন