পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ঝিনাইগাতী’র নবীন বরণ অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ঝিনাইগাতী (পুসাজ) এর নবীন বরণ ও পুনর্মিলনী ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

১জুলাই (শনিবার) উপজেলার মিল মালিক ও খাদ্য ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির হলরুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল আবেদীন জিহান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলমগীর কবীর, চৌধুরী ছবরুন্নেসা মহিলা কলেজের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, SRDI এর সিনিয়র সাইন্টিফিক অফিসার মুখলেছুর রহমান মুকিত, কৃষি অফিসার সাইফুল ইসলাম, সহকারী ট্যাক্স কমিশনার অমলেন্দু কোচ, বকশীগঞ্জ সরকারী কিয়ামত উল্লাহ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের লেকচারার মমিনুল ইসলাম, চিওড়া সরকারী কলেজের লেকচারার আহসান হাবিব, ঝিনাইগাতী থানার এসআই ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাজিব ভৌমিক সহ সংগঠনের আহ্বায়ক কমিটি, কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ।

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থীদের নবীন বরণের পাশাপাশি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে হলরুম। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিরা।

সংগঠনের সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিয়া আফরিন চৈতী এবং সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫১ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা।

উল্লেখ্য পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ঝিনাইগাতী (পুসাজ) ঝিনাইগাতী উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ুয়া বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। অবহেলিত ঝিনাইগাতী উপজেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গত এপ্রিল মাসের ২২ তারিখ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।