পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন

পার্বত্য চট্টগ্রামে নারী ও মেয়েদের শিক্ষা, লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ (জিবিভিপি) এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) এর গুরুত্ব সম্পর্কে মূল বার্তা এবং যোগাযোগ উপকরণ তৈরির উপর কর্মশালার আয়োজন করা হয়।

এই কর্মশালার প্রতিপাদ্য ছিলো “পার্বত্য চট্টগ্রামে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মাধ্যমে নারী ও মেয়েদের ক্ষমতায়ন”

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল দশটায় রাঙ্গামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।

এই সময় কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃষিকেশ শীল।

কর্মশালায় সার্বিক দিকনির্দেশনায় ছিলেন ইউএনডিপি, ইআরআরডি, সিএইচটি প্রজেক্ট এর যোগাযোগ সহযোগী ফাহিম হাসান, ইউএনডিপি, ইআরআরডি, সিএইচটি প্রজেক্ট এর সহায়তাকারী সহযোগী চম্পা চাকমা, আরএইচডিসি এর পর্যবেক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা ত্রপা চাকমা।

কর্মশালায় নারী ও মেয়েদের শিক্ষা গুরুত্ব, লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধে করণীয়, যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে আলোচনা করা হয়।