পায়ে হেঁটে আদালতে গেলেন ফখরুলরা
পুলিশের বাধায় পায়ে হেঁটে আদালতে গেছেন বিএনপির সিনিয়র নেতারা। বৃহস্পতিবার দুপুরে তাদের বহনকৃত ব্যক্তিগত গাড়িটি রাজধানী শিক্ষা ভবনের সামনে বাধা পুলিশি বাধার মুখে পড়ে।
গাড়িতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী ছিলেন। পরে তাদের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ দুপুর একটা ২৫ মিনিটের দিকে আদালতে প্রবেশ করেন।
এ সময় মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, পুলিশ বাধা দেয়ায় গাড়ি রেখে পায়ে হেঁটে আদালতে আসতে বাধ্য হয়েছি।
এর আগে এসব নেতারা নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে অবস্থান নেন। সেখান থেকে ব্যক্তিগত গাড়িতে করে তারা পুরানো ঢাকায় বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে উদ্দেশে রওনা হন।
কিন্তু তাদের বহনকৃত গাড়িটি শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ বাধা।
ওই আদালতে আজ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে। এই মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মোনাজাত করে আদালতের উদ্দেশে রওনা হন বিএনপি প্রধান। তার গাড়িবহরটি মগবাজার ফ্লাইওভার পৌঁছালে হাজার হাজার নেতাকর্মীরা সেখানে জড়ো হন।
খালেদা জিয়ার গাড়িবহর কাকরাইল মোড়ে পৌঁছালে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। বিএনপির কর্মীরা সেখানে দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং ট্রাফিক বক্সে ব্যাপক ভাঙচুর চালায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন