পা দিয়ে লিখে সেই পাপিয়ার এসএসসি পাস; স্বপ্ন দেখছেন উচ্চ শিক্ষার
পা দিয়ে লিখে এসএসসি পাশ করলো ববিতা আকতার পাপিয়া। মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সে।
জিপিএ ২ দশমিক ৫০ পেয়ে পাস করেছে সেই পাপিয়া। জন্ম থেকে দুই হাতে কোন শক্তি না পাওয়ায় পাপিয়াকে পা দিয়েই লেখাপড়াসহ সব কাজ চালাতে হয় তাকে। তার স্বপ্ন সমাজের আর পাঁচটা মেয়ের মত সেও উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। শিক্ষিকা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে সমাজের পিছিয়ে থাকা ছেলেমেয়েদের শিক্ষাদান করবে।
বৃহস্পতিবার (৪রা মে) বিকালে এসএসসি ফলাফল খবর পাওয়ার পর পাপিয়ার বাড়িতে গিয়ে দেখা যায় অভাবের সংসারে যে যার মত ব্যস্ত। পাপিয়ার বাবা গেছেন মাঠে গরুর ঘাস আনতে। মা গেছেন পাসের বাড়ির ছাদে শুকাতে দেওয়া ধান তুলতে। বোনকে নিয়ে পাপিয়া গেছে বাড়ির পাশের বাগানে ছাগল চড়াতে।
প্রতিবেশীদের দিয়ে ডাকিয়ে আনার পর রেজাল্টের প্রতিক্রিয়ায় পাপিয়া বলেন, “পাসের খবর জানার পর এত ভালো লেগেছে যে আনন্দে হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারছিলাম না। পাপিয়া আরো বলে, আমি কলেজে ভর্তি হব, উচ্চ শিক্ষায় শিক্ষিত হব। “
পাপিয়ার মা আরিফা খাতুন জানান, “অনেক কষ্ট করে মেয়েকে লেখাপড়া করাতে হচ্ছে। তারও হাত অকেজো হওয়ার কারণে অনেক কষ্ট হয়। আমার মেয়েকে যেন সমাজে অবহেলায় কাটাতে না হয় সেজন্য সে যতদুর পারবে তাকে লেখাপড়া করাবো। “
বিদ্যালয়ের সহকারি শিক্ষক তুহিন রেজান জানান, “আমাদের বিশ্বাস ছিল ববিতা আকতার পাস করবে। সে আমাদের অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। তার অদম্য ইচ্ছাই তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। “
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন