পিকআপচাপায় প্রাণ গেল দাদা-নাতনির
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি পিকআপভ্যানের নিচে চাপা পড়ে এক বৃদ্ধ ও তাঁর নাতনি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আবদুস সোবহান (৬৫) ও তাঁর নাতি সুমী (১১)। সোবহান কাজীর ত্রিশালের শিমলা এলাকার বাসিন্দা।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, আবদুস সোবহান তাঁর নাতিকে নিয়ে সকাল ১০টার দিকে শিমলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ময়মনসিংহগামী একটি পিকআপভ্যান তাঁকে ও তাঁর নাতিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
এ ঘটনার পর প্রায় আধা ঘণ্টা ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করেন স্থানীয় লোকজন। পরে পুলিশের উপস্থিতিতে যান চলাচল স্বাভাবিক হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন