পিরোজপুরের মঠবাড়িয়ায় অজ্ঞাত লাশের পরিচয় মিলেছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের মুসুল্লিবাড়ি বাঁশবুনিয়া এলাকার নির্মাণাধীন একটি বাড়ির বালুর স্তুপ থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে।
নিহত আলমগীর (৩০) বাগেরহাটের ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের খান হারুন অর রশীদের ছেলে।
তিনি পেশায় একজন ইজিবাইক চালক।
রবিবার সকাল ১১ টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, গত ৪ এপ্রিল আলমগীর হোসেন নিখোঁজ হয়। ৫ এপ্রিল নিখোঁজের ঘটনায় ফকিরহাট থানায় সাধারণ ডায়েরি এবং এরপর একটি অপহরণ মামলা করেন নিহতের বড় ভাই খান হুমায়ুন কবির।
নিখোঁজ ওই যুবককে অপহরন করে ফকিরহাট থেকে মঠবাড়িয়ায় এনে হত্যাকান্ড ঘটিয়ে লাশ বালুর ভেতর গুম করে রাখে দুর্বৃত্তরা।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা থাকায় মঠবাড়িয়া থানায় কোন মামলা হয়নি বলে জানায় পুলিশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















