চাঁদপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের ইসমাইল হোসেনের পুত্র রাজু শরীফকে ৩ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মাদকের চালান সরবরাহ করার সময় চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, রাজু শরীফ একজন পেশাদার মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানা সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এলাকায় তাকে ইয়াবা রাজু নামেই সবাই চিনে।তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। গ্রামের বাড়িতে মাঝে মধ্যে আসলেও গ্রেফতার আতঙ্কে সে গাঁ ঢাকা দিয়ে থাকে।এছাড়াও মাদক ব্যবসায়ী রাজু শরীফের রয়েছে বহু বিবাহ।এ পর্যন্ত তার তিনটি বিবাহের কথা জানে এলাকাবাসী।
এ ঘটনায় চাঁদপুর মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই) কুদ্দুস -১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মহসীন আলম জানান,গ্রেফতারকৃত রাজু শরীফ চট্রগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চাঁদপুর সহ বিভিন্ন জেলায় সরবরাহ করতো। সে মাদক ব্যবসার সাথে জড়িত। মাদকের চালান সরবরাহ করার সময় তাকে গ্রেফতার করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















