পিরোজপুরের মঠবাড়িয়ার ওসি কামরুজ্জামানের বদলি নতুন ওসির যোগদান
পিরোজপুরের মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদারকে বদলি করা হয়েছে। বর্তমানে তাকে পিরোজপুর জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে বিদায়ী ওসি কামরুজ্জামান তালুকদারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন মোঃ শফিকুল ইসলাম।
মঠবাড়িয়া থানায় যোগদানকৃত নতুন ওসি শফিকুল ইসলাম বরিশাল বিএম কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রিও লাভ করেন তিনি । ২০০৩ সালে সাব ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। ওসি হিসেবে তিনি কুষ্টিয়া, নড়াইল,খুলনা মেট্রোপলিটন ও বরিশালের মেহেন্দিগঞ্জ থানায় দায়িত্ব পালন করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন