পিরোজপুরের মঠবাড়িয়ার নলী তুলাতলায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হলেন সিরাজুম মনির
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/11/1_20221121_192949_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১০০ নং নলী তুলাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সিরাজুম মনির মিরাজ।
রবিবার (২০ নভেম্বর) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে নির্বাচিত অভিভাবক সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত করা হয়। বিধি মোতাবেক তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন।
সিরাজুম মনির মিরাজ সাপলেজা ইউনিয়নের পূর্ব সাপলেজা গ্রামের মোঃ এমাদুল হকের পুত্র এবং নলী জয়নগর কাদেরিয়া দাখিল মাদ্রাসার আইসিটি শিক্ষক।
প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন জানান,১৬ নভেম্বর (বুধবার) বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ৪ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন, মোঃ সিরাজুম মনির মিরাজ, মোঃ মজিবর রহমান, মোসাঃ হনুফা বেগম এবং মোসাঃ লাকী বেগম। মোঃ দেলোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য এবং মোসাঃ মেরী আক্তার শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
নব নির্বাচিত সভাপতি সিরাজুম মনির মিরাজ বলেন, বিদ্যালয়টিতে মামলা মোকদ্দমার মত কিছু সংকট ছিল। এতে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছে।এখন আমাদের লক্ষ্য মান সম্মত শিক্ষা এবং শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন