পিরোজপুরের মঠবাড়িয়ায় কৃষকলীগ নেতা কারাগারে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কৃষকলীগ নেতা মোঃ বেলাল হোসেন স্বাধীনকে (চায়না বেলাল) কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় রুজু হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
বেলাল হোসেন (২৮) সাপলেজা ইউনিয়নের খেঁতাছিড়া গ্রামের কাদের মিয়ার পুত্র। তিনি মঠবাড়িয়া পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক। গত ২ এপ্রিল র্যাব- ৮ অভিযান চালিয়ে সিলেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলার বাদী ছাত্রলীগের কর্মী মোঃ ওমর ফারুক শাওন পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র।মামলায় এজাহারনামীয় ১৭ জন এবং অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করা হয়। বেলাল এ মামলার ৬ নং আসামি।
মামলায় উল্লেখ করা হয়, আসামিদের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় হামলার হুমকি দেয় এবং ঘটনার দিন হামলা চালায়। এ সময় আসামিরা ১ নং সাক্ষী ছাত্রলীগের রাব্বীর পকেট থেকে ৫ হাজার ৬ শত টাকা, ৬ নং সাক্ষী ছাত্রলীগের শামিম সোহাগের পকেট থেকে ২২ হাজার ৫ শত টাকা সহ মানি ব্যাগ নিয়ে যায়। হামলার শিকার ৩ জনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জনকে বরিশালে চিকিৎসা দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন