পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/04/00-5.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাতের আধারে মালিকানা জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল হালিম ফরাজী বাদী হয়ে ২৪ এপ্রিল মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে বুখইতলা বান্ধবপাড়া আশ্রাব আলী’র বাড়ি হইতে সের আলী হাওলাদারের বাড়ি পর্যন্ত সরকারি বরাদ্দে প্রায় ১ হাজার ফুট নতুন রাস্তা নির্মান করা হয়। স্হানীয় ইউপি সদস্য রাস্তাটির আওতায় জমির মালিকদের সাথে আলোচনা না করেই কৌশলে ২৩ এপ্রিল রাতের আধারে ভেকু দিয়ে নতুন ওই রাস্তাটি নির্মান করেন বলে অভিযোগ ভুক্তভোগী জমির মালিকদের।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য শাহিন মোতালেব জানান,রাস্তার অভাবে ওখানে ১০টি পরিবার দুর্বিষহ জীবন যাপন করত।এখন তাদের কোনরকম একটি চলার পথ তৈরি হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়াকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায় নি।
মঠবাড়িয়া থানার সাব ইন্সপেক্টর নুরুজ্জামান জানান, অভিযোগ পেয়ে শান্তি শৃঙ্খলা রক্ষায় উভয়পক্ষকে পরবর্তী কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।জমির মালিকরা নতুন রাস্তাটি চটতে শুরু করেছিল।তাও বন্ধ করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান,সরেজমিনে পরিদর্শন করেছি।এমপি মহোদয়ের বরাদ্দকৃত টিআর দিয়ে দিনের বেলায় রাস্তাটি নির্মান করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন