পিরোজপুরের মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলা! আটক ৩ জন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ ঘটনায় ওই ছাত্রীর চাচা শাহজাহান মল্লিক বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার প্রধান আসামী হুমায়ুন ফরাজী (২৪) দেবীপুর গ্রামের ইসমাইল ফরাজীর পুত্র।

জানা গেছে, স্কুল পড়ুয়া ওই ছাত্রী স্কুলে যাওয়ার পথে রেন্ট এ কার হুমায়ুন পথরোধ করে তাকে দাঁড়াতে বলে। বেশ কিছু সময় পথ আটকেও রাখে। খবর পেয়ে ওই ছাত্রীর বাবা ঘটনাস্থলে আসলে তার ওপর হামলা চালানো হয়।

হামলার শিকার ওই ছাত্রীর বাবা ইব্রাহীম মল্লীক দেবীপুর গ্রামের মৃত মহব্বত মল্লিকের পুত্র। বর্তমানে সে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ব্যাপারে দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির মুন্সী জানান,আমরা ওই ছাত্রীর খোঁজ খবর নিয়েছি। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবগন এ ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেপ্তার দাবিতে কর্মসূচি পালন করবে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল জানান,স্কুল ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় আটককৃত ৩ জনের মধ্যে যাচাই বাছাই করে ২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এজাহারে উল্লেখিত গ্রেপ্তারকৃত আসামীকে কোর্টে পাঠানো হয়েছে।