পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩য় বার ইউপি সদস্য নির্বাচিত জালাল খান
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের মো. জালাল খান। এলাকায় পরিচিত জালাল মেম্বার নামে। পিতা আবুয়াল হোসেন খান। ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
৫ জানুয়ারি ৫ম ধাপের নির্বাচনে ৬নং টিকিকাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে ৫৭৩ ভোট পেয়েছেন জালাল খান। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো. সাইফুল ইসলাম মোরগ প্রতীকে পেয়েছেন ৩৭৬ ভোট।
১৮ বছর বয়স থেকেই ইউপি সদস্য নির্বাচিত হন তিনি। মানুষের ভালবাসা আর নিজের ইচ্ছাশক্তি দিয়ে এই ৩ বার ইউনিয়ন পরিষদের সেবা এলাকাবাসীর কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়েছেন।
প্রতিপক্ষের পেশিশক্তির প্রভাবে এবারের নির্বাচনে তেমন প্রচার প্রচারনা চালাতে পারেননি বলে জানান তিনি। কিন্তু ফলাফল শুনে বুঝতে পারেন এবারেও মেম্বার হয়েছেন তিনি।
জালাল খান বলেন, মানুষের সেবা করার ক্ষেত্রে কোন সীমানা নেই। শুধু ঘোষের টিকিকাটা নয়, আশেপাশের এলাকার মানুষও আমার আপনজন হয়ে উঠেছে। আমি সবার কাছে দোয়া চাই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন