পিরোজপুরে পানিতে পড়ে শিশু মৃত্যু রোধকল্পে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত
পানিতে পড়ে শিশু মৃত্যু রোধকল্পে সচেতনতামূলক কর্মশালা উপলক্ষে গতকাল সোমবার (১৫ মে) সকাল ১০টায় ইন্দুরকানি উপেজেলা পরিষদ মিলানায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন।
বত্তৃতা করেন অফিসার ইনচার্জ ইন্দুরকানি থানা মো: এনামুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ: লতিফ হাওলাদার, মো: শাহিন হাওলাদার চেয়ারম্যান পত্তাশী ইউনিয়ন, কামরুজ্জামান শাওন তালুকদার চেয়ারম্যান পাড়েরহাট ইউনিয়ন পরিষদ, সিনিয়র সহ সভাপতি মৃধা মো: মনিরুজ্জামান, কৃষি অফিসার কামরুন নেছা সুমি, যুগান্তর প্রতিনিধি ফারুক হোসেন, এনজিও প্রতিনিধি আজাদ হোসেন বাচ্চু রুপসী বাংলা, কৃষিবিদ সুভাষ চন্দ্র দে উদ্দীপন, এ,কে, আহম্মেদ ইফতেখার উদ্দীপন, টিএইচও ইন্দুরকানি হাসপাতাল, প্রধান শিক্ষক আশিষ চক্রবর্ত্তী রাজলক্ষ্নী মাধ্যমিক বিদ্যালয়, ফায়ার সার্ভিস কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, মসজিদের ইমামগণ, গ্রাম পুলিশগণ। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের সাধারণ জনগন।
অনুষ্ঠান সঞ্চলনার দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেছা খানম তিনি বলেন ‘আমাদের আদরের সন্তান আমাদেরই অসাবধানতার কারনে পানিতে ডুবে মারা যায়। গ্রামের শিশুরা বেশি মারা যায় পুকুরে বা নদীতে ডুবে বালতির পানিতে ডুবেও শিশুরা মারা যায়। এক জরিপে দেখা যায় প্রতি বছর প্রায় দশ হাজার বাচ্চা পানিতে ডুবে মারা যায়। বাবারা যখন কাজে চলে যায় মায়েরা সংসারের কাছে ব্যস্ত থাকে তখনই বাচ্চাদের পানিতে পড়ার ঝুকি বেশি থাকে। ১,২,৩ বছরের বাচ্চারা বেশি পানিতে ডুবে মারা যায়। এ ব্যাপারে সকলকে এগিয়ে আসতে হবে।
স্লাইড শো-এর মাধ্যমে পানিতে পড়ে শিশু মৃত্যুরোধে সচেতনতামূলক বিভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন