ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দূর্ঘটনা কলেজ কর্মচারীর মৃত্যু প্রতিবাদে মানববন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/02/j-News-27-photo-.doc-2-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টর ট্রলির ধাক্কায় সুজন আহমেদে (২৬) নামে সরকারি কলেজের এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এর প্রতিবাদে ও কলেজ রোডে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন করেছে পীরগঞ্জ সরকারি কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষক-কর্মচারীগণ ।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে কলেজের প্রধান গেটে সামনে কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানায়, রবিবার সন্ধ্যায় পীরগঞ্জ সরকারি কলেজের প্রধান গেটে সামনে একটি দ্রুতগামী ট্রাক্টরের ধাক্কায় সরকারি কলেজে কম্পিউটার অপারেটর সুজন আহমেদের মৃত্যু হয়। এর প্রতিবাদে এবং সেই সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন করা হয়। মানব বন্ধন চলাকালে বক্তব্য দেন, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল মতিন, কলেজ শাখা ছাত্রীলীগ সভাপতি রাজিউর রহমান রাজু ,সাধারণ সম্পাদক হাসিনুর রহমান প্রমূখ।
পরে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আখতারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির ও পীরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে এসে দাবী বাস্তবায়নের আশ্বাস দেন।
উল্লেখ, পীরগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে যানবাহন আটক করে টোল আদায় করা হয় এবং কলেজ রোড দিয়ে ভারী যানবাহন চলাচল করে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন