পুতিনের স্বপ্নের প্রকল্প : রেলগাড়িতেই যাওয়া যাবে লন্ডন থেকে টোকিও

জাপানের রাজধানী টোকিও থেকে রেলপথে লন্ডনকে সংযুক্ত করার প্রকল্প নিয়েছে। আর এ কাজে প্রকল্পের সঙ্গে আছে একটি ২৮ মাইল দীর্ঘ ব্রিজ। উচ্চাকাঙ্ক্ষী এ প্রকল্পটি দিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের এক্ষেত্রে বিশেষ আগ্রহ রয়েছে।

৮৪০০ লন্ডন থেকে টোকিও যাওয়ার ট্রেনটিকে ৮৪০০ মাইল দূরত্ব অতিক্রম করতে হবে। যাত্রাপথে ট্রেনটি রাশিয়ার বিস্তীর্ণ ভূমি ব্যবহার করবে। এরপর তা পূর্ব ইউরোপ দিয়ে জার্মানি ও পোল্যান্ড অতিক্রম করবে।

এ প্রকল্পের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অত্যন্ত আগ্রহী। তিনি এ প্রকল্পের অর্থ যোগানোর জন্য ইতিমধ্যেই বিভিন্ন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনা করেছেন। তবে মূলত জাপানকেই তিনি এ কাজে পার্টনার হিসেবে চাইছেন।

তবে এ ট্রেন রুটে শুধু যে যাত্রীরাই কম খরচে যাতায়াত করতে পারবেন, তা নয়।

প্রাচ্য থেকে পাশ্চাত্যের মালামাল পরিবহনেরও একটি দারুণ উপায় হয়ে উঠবে এ রুট। এ কারণে প্রকল্পটিকে বলা হচ্ছে ‘ইতিহাসের ব্রিজ’।
পথিমধ্যে সাইবেরিয়ার পার্বত্য অঞ্চলসহ নানা মনোমুগ্ধকর স্থান পার হবে ট্রেনটি। আর এ কারণে পর্যটকদের কাছেও এটি জনপ্রিয়তা পাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : ইন্ডিপেনডেন্ট