পুলিশকে কড়া জবাব বুমরাহর
জশপ্রীত বুমরাহর নো বল নিয়ে এলাহিকাণ্ড শুরু হয়েছে। ভারতের জয়পুর পুলিশ বুমরাহর নো বলকে কাজে লাগাচ্ছেন। কিন্তু এটা ভালোভাবে মেনে নিতে পারেননি ভারতীয় পেসার। জয়পুর পুলিশ যা করেছে, তাতে ক্ষুব্ধ বুমরাহ। পুলিশের বিরুদ্ধে এই ক্ষোভ তিনি ঝেড়েছেন টুইটারে।
জয়পুর পুলিশকে না হয় জবাব দিলেন বুমরাহ। কিন্তু পাকিস্তানও তো একই কাজ করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বুমরাহর ‘নো বল’ সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছিল।
ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ওই একটা নো বল ভারতকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। ফখর জামান সেঞ্চুরি করে পাহাড়সম রানের বোঝা চাপিয়ে দেন ভারতের ওপর। সেই রানের ধারেকাছে পৌঁছানো আর সম্ভব হয়নি ভারতের পক্ষে।
বুমরাহর ওই ‘নো বল’-এর ছবি ট্রাফিক কন্ট্রোলের কাজে লাগিয়েছে জয়পুর পুলিশ। তা দেখে প্রচণ্ড রেগে গেছেন ভারতের এই পেসার। জয়পুর পুলিশের দেখাদেখি একই কাজ করেছে পাকিস্তান। ফয়সলাবাদের রাজপথের ধারে বড় করে টাঙানো রয়েছে বুমরাহর নো বলের সেই ছবি।
ফয়সলাবাদ বেশ জনবহুল শহর। সেখানেও বুমরাহর নো বলের ছবি তুলে ধরা হয়েছে। কারণ একই। হঠকারিতা করে রাস্তা পারাপার হতে গিয়ে যেন বিপদ কেউ ডেকে না আনেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন