‘পুলিশের সঙ্গে থাকা হেলমেটধারীরা ছাত্রলীগের কেউ নয়’
পুলিশের উপস্থিতিতে সাংবাদিকদের ওপর হামলাকারী হেলমেটধারী যুবকরা ছাত্রলীগের কেউ নয় বলে জানিয়েছেন সংগঠনটি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে সাংবাদিকদের একথা জানান তিনি।
গোলাম রাব্বানী বলেন, রোববার দুপুর ১টার দিকে আমি সাইন্সল্যাব এলাকায় ছিলাম। আমাদের চার কর্মী ক্যাটসআই শোরুমে আহত অবস্থায় ছিল। আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
প্রসঙ্গত, রোববার দুপুর ১টার পরে কয়েক দফায় বেশ কয়েকজন সাংবাদিকদের ওপর হামলা করে হেলমেটধারী শতাধিক যুবক। ওই সময় পুলিশকে নির্বিকার থাকতে দেখা যায়।
সাংবাদিকদের ওপর হামলায় নেতৃত্ব দিতে দেখা গেছে ঢাকা কলেজের সাবেক সভাপতি শিহাবকে। এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শিহাবের সাথে আমি যোগাযোগ করব।’
তিনি বলেন, ‘কোন হামলায় ছাত্রলীগ সম্পৃক্ত ছিল না। অনুপ্রবেশকারীরা হামলা করেছে। আর কোনো ছাত্রলীগ কর্মীর হামলার দৃশ্য দেখাতে পারলে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’
গোলাম রাব্বানী আরও বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছিল কেউ আঘাত করলেও শান্ত থাকতে হবে। দেশের জন্য আঘাত সহ্য করতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন