পুলিশের ২ ডিআইজি ৫ এসপিকে বদলি

বাংলাদেশ পুলিশের দুইজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি)এবং পাঁচ পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দুইটি পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলিকৃতদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামানকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (টিআর পদে) এবং রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অপর একটি প্রজ্ঞাপনে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিমকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. কামরুল আমীনকে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকারকে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, গাজীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফদ্দীন শাহীনকে রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ও কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।