পুলিশের ২ ডিআইজি ৫ এসপিকে বদলি
বাংলাদেশ পুলিশের দুইজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি)এবং পাঁচ পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দুইটি পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
বদলিকৃতদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ড. এস এম মনির-উজ-জামানকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (টিআর পদে) এবং রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
অপর একটি প্রজ্ঞাপনে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিমকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. কামরুল আমীনকে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকারকে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, গাজীপুর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফদ্দীন শাহীনকে রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ও কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেনকে রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন