পূজায় চমক দিতে সানির অঙ্গে শাড়ির বাহার

পূজার মুখে হঠাত্ই বাঙালি ট্রাডিশনাল শাড়িতে ঝলক দিলেন সানি লিওন৷ বলিউডের একটি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করেছেন তিনি৷ স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে তাঁর এই ছবি আপলোড করেছেন ফটোগ্রাফার পল ডেভিড মার্টিন। তারপরই হইহই কাণ্ড৷
অজয় দেবগন অভিনীত ‘বাদশাহো’ ছবিতে ইমরান হাসমির সাথে সানি লিওনকে ‘পিয়া মোরে’ গানে দেখা গেছে চটুল নৃত্যে। খোলামেলা পোশাকে ইমরান হাসমির সাথে হট সিনে দর্শকের মন কেড়েছেন সানি। আর পূজার মুখে তাঁকেই দেখা গেল হাল্কা জুয়েলারি ও ছিমছাম সবুজ শাড়িতে একদম বাঙালি লুকে।
কালো টিপ, চুলের খোপা আর লাইট মেকআপে হটেস্ট সানি লিওন তৈরি অষ্টমীর সকালে অঞ্জলির জন্য। গোপনে রাতের নীল স্বপ্নছবির লাস্যময়ী এবার দিনের আলোয় আনন্দলোকের পাতা জুড়ে ঝলমলিয়ে দেখা যেতে চলেছে। সনির হাল্কা সাজ আর শাড়ির স্পেশাল লুক এবার পূজার ট্রেন্ডে নজর কাড়তে চলেছে। –কলকাতা২৪
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















