পূজায় যে কোনো নাশকতা রুখতে র্যাব প্রস্তুত: র্যাব ডিজি
দুর্গাপূজা উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা রুখতে র্যাব প্রস্তুত আছে বলে জানিয়েছেন, সংস্থাটির মহাপরিচালক। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত সারা দেশে র্যাব মোতায়েন থাকবে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন র্যাবের মহাপরিচালক।
র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, সারাদেশ ব্যাপী নিরাপত্তা নিশ্চিত করা হবে। মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্যা মোতায়েন থাকবে। নাশকতা রোধে আমাদের প্রিভেনটিভ প্রেট্রোল এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। পূজা উদযাপন উপলক্ষে জঙ্গিরা বা অন্যান্য রাষ্ট্রবিরোধী কাজে কেউ যাতে জড়িত হতে না পারে সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাইদের বলবো; যেকোনো বিষয় আপনারা কোন বিষয়ে আশঙ্কা করলেও সঙ্গে সঙ্গে আমাদেরকে তথ্য দিন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ আমরা সৃষ্টি করেছি; সেটা আমরা অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করবো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন