পৃথিবীর আকাশে ঘোরাফেরা করছে ইউএফও! (ভিডিও)
অ্যালিয়েন কিংবা ইউএফও নিয়ে মানুষের মনে কৌতুহলের শেষ নেই। আছে নানা প্রশ্নও।
আর তাতে নতুন মাত্রা যোগ করেছে সম্প্রতি প্রকাশ্যে আসা একটি ভিডিও। ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের সেই সিসিটিভি ফুটেজ দেখে রীতিমত নড়েচড়ে বসেছেন বিশেষজ্ঞরা। ধারণা করা হচ্ছে, একটা ইউএফও ওই অঞ্চলে ঘোরাফেরা করছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি সুপার ভলকানোর উপর উড়ছে ধোঁয়া। আর তার মাঝেই আকাশে ছুটে যাচ্ছে এক ফালি সাদা আলো। সেটি এ প্রান্ত থেকে ও প্রান্তে চলে যাচ্ছে নিমেষের মধ্যেই। যা কোনোভাবেই বিমান কিংবা ড্রোন নয়।
তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজ দাবি করেছে, এটি গত ৯ জুনের ভিডিও। সম্প্রতি সেটি ইউটিউবে আপলোড করা হয়েছে।
উল্লেখ্য, বহু বছর ধরে ভিনগ্রহীদের নিয়ে গবেষণা চলছে। একাধিকবার আকাশে উড়ে যাওয়া এই ধরনের দৃশ্য দেখে ভিনগ্রহের যান বা ইউএফও বলে অনুমান করা হয়েছে। তবে কোনো স্পষ্ট ধারনা পাওয়া যায়নি।
https://youtu.be/sw-rAyV9btA
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন