পৈতৃক আসনেও হারছেন রাহুল গান্ধী!
কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত গান্ধী পরিবারের ঐতিহ্যবাহী আমেথি আসনে পিছিয়ে আছেন রাহুল গান্ধী। ভারতের উত্তরপ্রদেশের এই আসনে এখন পর্যন্ত এগিয়ে আছেন বিজেপির প্রার্থী স্মৃতি ইরানি। এই আসনটিতে যদি রাহুল হেরে যান তাহলে তা বিজেপির জন্য বিশাল জয় হিসেবে বিবেচিত হবে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার ভারতীয় লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। প্রাথমিক ভোট গণনায় রাহুল গান্ধীর চেয়ে স্মৃতি ইরানি এগিয়ে রয়েছেন। তবে দুজনের মাঝে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।
২০১৪ সালে এই আসনটিতে রাহুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন স্মৃতি ইরানি। নির্বাচনে হারলেও ইরানি নিয়মিত আমেথিতে গিয়েছেন। সরকারের উন্নয়ন প্রকল্পগুলো পরিচালনা করেছেন। নির্বাচনের সময় আমেথিতে ব্যাপক প্রচারণা চালিয়েছেন তিনি।
আমেথি ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে ১৩০ কিলোমিটার দূরে। ১৯৯৮ সাল ছাড়া গত তিন দশকে এই আসনে একবারও হারেনি কংগ্রেসের কোনো প্রার্থী। এবার এর উল্টো হতে যাচ্ছে।
নির্বাচনী প্রচারণার সময় মাত্র একবার আমেথি সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। এরপর তাকে আর এই আসনের প্রচারণায় দেখা যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন