পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

নারায়ণগঞ্জের সোনারগাঁও রোডের মদনপুর থেকে আরেকটু সামনে গিয়ে অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরির অপজিটে জাহিন গার্মেন্টসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।
শুক্রবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল সারে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। ৪টা ৪৫ মিনিটের সংবাদে মোট ১০টি ইউনিট অগ্নি নির্বাপণে জন্য কাজ করছে।
তিনটি দোতলা ভবন-এর প্রথম এবং দ্বিতীয় তলা গুলোতে আগুন জ্বলছে বলেও জানা যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















