প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন এনামুল হক
মনগড়া ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মুহাম্মদ এনামুল হক। গত ২৯ নভেম্বর ২০২৩ইং দৈনিক দেশবিদেশ নামক একটি পত্রিকার “ভয়াবহ আগুন থেকে কন্টেইনার ডিপো রক্ষা করলেন আনসার সদস্য” শীর্ষক মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ছাবের ডিপোর ডি জিএম মুহাম্মদ এনামুল হক ।
তিনি বলেন,সংবাদে বলা হয়েছে বিদ্যুৎ সংযোগ থেকে ছাবের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আনসার সদস্যের সাহসিকতায় রক্ষা পায়।অথচ ইউনিলিভারের থেকে পূর্বপাশে ২০০ গজ দূরে নূর সো-মিল তথা একদম খালের পাশে গ্রামীণ ফোনের টাওয়ারের মিটারে আগুন লেগেছিল যাহার সাথে আমার ডিপোর কোনো সংপৃক্ততা নাই। উভয়ের মধ্যে প্রায় ৫০০ গজের দূরত্ব।
এমনকি আমার নামকে সংক্ষেপ করে, আমার কাছ থেকে কোনো বক্তব্য না নিয়ে এবং মনগড়া কিছু তথ্য দিয়ে আমার বক্তব্য বলে প্রকাশ করা হয়েছে অথচ এই বিষয়ে আমার সাথে কারো কথায় হয়নি।
এমতাবস্থায় এমন ভিত্তিহীন সংবাদ শুধুমাত্র গণমাধ্যমকে প্রশ্নবিদ্ধ করছে তা নয় এবং আমার ডিপোর নামে মিথ্যা প্রচার করা হয়েছে। এমন ভিত্তিহীন ভুয়া মিথ্যা সংবাদ প্রকাশ করায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন