প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

নেত্রকোনার মদনে “প্রকল্পের কাজে নয়-ছয়,অফিস সহকারীর যোগসাজসে বরাদ্দে অর্থ আত্মসাৎ” শিরোনামে গত ৬ মার্চ দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন,দৈনিক নেত্র প্রকাশ,খবর নেত্রকোনাসহ কয়েকটি অনলাইন মিডিয়ায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মদন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারি-কাম কম্পিউটার অপারেটর মোঃরাসেল মিয়া।
শনিবার (৮ মার্চ) এক লিখিত বার্তায় এর প্রতিবাদ জানান তিনি।
এ সময় রাসেল মিয়া জানান, আমি মদন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের একজন সহকারী মাত্র। আমার কাজ হচ্ছে পিআইও স্যারের আদেশ ও নির্দেশ ক্রমে ফাইল রুলিং করা,এর বাইরে আমার আর কোন কাজ নেই।আমার বিরুদ্ধে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বানোয়াট। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন