প্রতিটি নির্বাচনই বিতর্কমুক্ত করতে চাই : কবিতা খানম
পৌরসভা, ইউপি ও জেলা পরিষদের ১২৭টি এলাকায় বিভিন্ন পদে সাধারণ, স্থগিত নির্বাচন ও উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, প্রতিটি নির্বাচনকে বিতর্কমুক্ত করতে চাই।
বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কশিন সচিবালয়ে তিনি এসব কথা বলেন তিনি।
কবিতা খানম বলেন, আমরা সব নির্বাচনকে গুরুত্ব দিচ্ছি। পৌর নির্বাচনেও কমিশনের উচ্চ পদস্থ কর্মকর্তারা সফর করছেন। আমরা কমিশন, প্রশাসন, পুলিশের সঙ্গে সমন্বয় করছি। কারও যদি দায়িত্বে অবহেলা থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছি।
তিনি আরও বলেন, কুমিল্লা, রংপুরসহ বেশ কিছু নির্বাচন আমরা করেছি। নির্বাচনগুলোতে ভোটাধিকার প্রয়োগ করে ভোটাদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফেরার ব্যপারে সতর্ক ছিলাম। প্রার্থীরাও যাতে নির্বাচনী আচরণবিধি মেনে চলেন সেজন্য সচেষ্ট ছিলাম। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনগুলোতে পজিটিভ বার্তা পেয়েছি। আগামি নির্বাচনগুলোতেও এ চেষ্টা অব্যাহত থাকবে।
ইসির সহকারী সচিব রাজীব আহসান জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। বকশিগঞ্জ পৌরসভার মালিরচর প্রথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার কারণে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। এছাড়া সোনায়মুড়ি ইউপির একটি কেন্দ্রে টেকনিক্যাল করণে ভোট বন্ধ রয়েছে।
তিনি জানান, ৯ পৌরসভা (৬টি সাধারণ, ৩ উপ নির্বাচন); ইউপির ১১৫ টি (৩৭টি সাধারণ-স্থগিত নির্বাচন, ৭৮টি উপ নির্বাচন), জেলা পরিষদের দুটি ওয়ার্ডে সাধারণ ও একটি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌর ও ইউপিতে, জেলা পরিষদে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন