প্রতিদিন ১০ লাখের বেশি পাখি শিকার করে বিড়াল!
বন্যপ্রাণি হত্যায় এবার নাম জড়াল বিড়ালের। অস্ট্রেলিয়ায় প্রতিদিন ১০ লাখের বেশি পাখি হত্যা করে বিড়াল।
এর ফলে অনেক প্রজাতির পাখি এখন বিলুপ্তির পথে। খবর সংবাদ সংস্থা এএফপির।
সদ্য প্রকাশিত নতুন এক গবেষণায় জানানো হয়েছে, বনবিড়াল প্রতি বছর ৩১ কোটি ৬০ লাখ পাখি শিকার করে। সেক্ষেত্রে পোষা বিড়াল শিকার করে বছরে ৬ কোটি ১০ লাখ পাখি। বায়োলজিক্যাল কনভারসেশন জার্নালে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, বিপুল সংখ্যায় এই হত্যাকাণ্ড ঘটানোর সৌজন্যে পর্যায়ের মুখে পড়েছে বহু প্রজাতির পাখি৷ ফলে অনেক প্রজাতির পাখি বিলুপ্তি হয়ে যাচ্ছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন